
রাঙ্গামাটির বাঘাইছড়িতে রেলী ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫০তম জাতীয় সমবায় দিবস ২০২১ উদযাপিত হয়েছে। ০৬ নভেম্বর ২০২১ ( শনিবার ) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উক্ত সভার প্রারম্ভ হয়েছে।
দিলীপ কুমার দাশ চেয়ারম্যান (ইউসিসি লিঃ বাঘাইছড়ি )এর সভাপতিত্বে সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জাফর আলী খাঁন, মেয়র বাঘাইছড়ি পৌরসভা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল কাইয়ুম, ভাইচ-চেয়ারম্যান, বাঘাইছড়ি উপজেলা পরিষদ। অন্যান্যদের
সভায় বক্তব্য রাখেন সোহেলী চাকমা, (পরিদর্শক জেলা সমবায় কার্যালয় রাঙ্গামাটি) যতিন রায় চাকমা, ওসমান গণি, নাছির উদ্দিন ও প্রমূখ। বক্তারা সমবায় সম্পর্কে সকলকে সঠিক দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।