বাঘাইছড়িতে বন্ধুক যুদ্ধে নিহত ২ আহত ১

ইমরান হোসেন জুমান, বাঘাইছড়ি প্রতিনিধি :
রাঙামাটির বাঘাইছড়িতে ২ কিলোঃ নামক জায়গায় আঞ্চলিক দলের দুই সশস্ত্র গ্রুপের বন্ধুক যুদ্ধে ২জন নিহত (চাকমা) ১জন আহত (বাঙ্গালী) হওয়ার সংবাদ পাওয়া গেছে। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুর ১ঘটিকার সময় রুপকারী ইউনিয়নের হরিনমারা ছড়া স্থানে মারিশ্যা দীঘিনালা সড়কের ২কিঃমিঃ নামক জায়গায় বাঙাইল্লার চা দোকানে বন্ধুক যুদ্ধ সংঘটিত হয়। এ ঘটনায় আঞ্চলিক দল জনসংহতি সমিতির (সন্তু)গ্রুপের কালেক্টর মনিময় চাকমা (৩৬) ও অপর সংগঠন ইউপিডিএফ গণতন্ত্র কমান্ডার জানন চাকমা (৩৫) উভয় দলের দুই জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানা পুলিশ।
অপরদিকে দোকানে অবস্থানরত স্থানীয় ৪কিঃমিঃ এলাকার বাঙালিপাড়ার বাসিন্দা মনুমিয়া (৩৭), পিতা: মনছুর আলী নামে একজন বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়।আহত ব্যক্তিকে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহাবুব আলম। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক আশাদুর জামান বলেন: ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আগামি কাল বৃহস্পতিবার রাঙামাটি জেলা সদর হাসপাতালে লাশের ময়না তদন্তের জন্য পাটানো হবে।