সাধারণ

বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা ও বই বিতরণ

 

সুজন বড়ুয়া ঃ খাগড়াছড়িতে স্থানীয় সাংবাদিকদের প্রশিক্ষণ ও বই বিতরণ করেছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। ৩ নভেম্বর মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: মমতাজ উদ্দিন আহমেদ। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠান বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকদের অধিকার রক্ষায় নানান পরিকল্পনা বাস্তবায়ন করছে। টিভি ও পত্রিকার মালিক পক্ষকে অবশ্যই বেতনভূক্ত সাংবাদিক নিয়োগ দিতে হবে। তাছাড়া তৃণমূল সাংবাদিকদের নিজেদের অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো: শাহ আলম এর সঞ্চালনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ মজুমদার এর সভাপতিত্বে প্রশিক্ষণ ও বই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: মেহেদী হাসান, দৈনিক অরন্য বার্তা পত্রিকার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং পার্বত্য প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জুলহাস উদ্দিন, জেলা প্রেসক্লাব সভাপতি জীতেন কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজম প্রমুখ।
প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি সনদপত্র ও বই বিতরণ করেন। প্রশিক্ষণে জেলা প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, পার্বত্য প্রেসক্লাব ও জেলার ৯ উপজেলা থেকে মোট ৪০ জন পেশাজীবি সাংবাদিক অংশগ্রহন করেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button