সাধারণ

বাংলাদেশে: চট্টগ্রামসহ ১২ জেলায় করোনায় উচ্চ ঝুঁকিপূর্ণ – স্বাস্থ্য অধিদপ্তর

সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশে প্রতিদিন দ্রুতগতিতে বাড়ছে ওমিক্রনসহ করোনা ভাইরাসের সংক্রমণ। এই অবস্থায় চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের ১২ টি জেলাকে করোনা সংক্রমণের অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর। বুধবার (১৯ জানুয়ারি ২০২২) সকালে এই ঘোষণা দেয় বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর। এদিকে, গতকাল মঙ্গলবার (১৮ জানুয়ারি২২) বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাবিশ্বের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে। গত এক সপ্তাহের ব্যবধানে করোনা সংক্রমণ বেড়েছে ২২২ শতাংশ। করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মোঃ নাজমুল ইসলাম। তিনি বলেন, দেশে গত নভেম্বরের শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত সংক্রমণ কিছুটা স্থিতিশীল ছিল। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে এটি ক্রমাগতভাবে বাড়তে শুরু করে। এরপর ২০২২ সালের জানুয়ারিতে এসে আগের বছরের চিত্রটা অনেকটাই পাল্টে গেছে। বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের মূখপাত্র অধ্যাপক ডা. মোঃ নাজমুল ইসলাম বলেন, অনেকেই ধারণা করছেন করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণেই দেশে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এটি কিন্তু বৈজ্ঞানিক তথ্য প্রমাণ দিয়ে নিশ্চিত কোনো তথ্য নয়। ধরে নিতে হবে দেশে এখনও ডেল্টা ভ্যারিয়েন্ট প্রাধান্য বিস্তার করে আছে। নতুন করে ওমিক্রনের সংক্রমণ সেখানে ঘটেছে এবং সারা বিশ্বে যেমন ডেল্টা ভ্যারিয়েন্টকে সরিয়ে ওমিক্রন ভ্যারিয়েন্ট জায়গা দখল করেছে, ধীরে ধীরে হয়তো বাংলাদেশেও এমনটি হবে বলে তিনি ইঙ্গিত দেন । ইতি পূর্বর ১২ জানুয়ারি স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা সংক্রমণের রেড জোন (লাল বর্ণ তালিকা) হিসেবে ঢাকা ও রাঙামাটি, ইয়োলো জোন (হলুদ বর্ণ তালিকা) হিসেবে ৬টি জেলা ও গ্রিন জোন (সবুজ বর্ণ তালিকা) হিসেবে ৫৪টি জেলাকে চিহ্নিত করা হয়। এছাড়া খুবই কম সংখ্যক টেস্ট করার তালিকায় দুটি জেলাকে চিহ্নিত করা হয়। স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, রাজধানীতে করোনা সংক্রমণের হার ১২.৯০ শতাংশ আর রাঙামাটিতে ১০ শতাংশ। এ ছাড়া হলুদ জোন বা মধ্যম ঝুঁকিতে আছে দেশের সীমান্তবর্তী জেলা যশোর, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট, নাটোর ও রংপুর জেলা। আর সংক্রমণের গ্রিন জোন বা ক্ষীণ ঝুঁকিতে আছে ৫৪ জেলা। অন্যদিকে পঞ্চগড় ও বান্দরবান জেলায় নমুনা পরীক্ষার হার খুবই কম হচ্ছে বলে বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের মূখপাত্র অধ্যাপক ডা. মোঃ নাজমুল ইসলাম এ সব তথ্যগুলো জানিয়েছেন ।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button