সাধারণ

বর্ষণে পাহাড় ধ্বসের ঝুঁকি এড়াতে খাগড়াছড়ি সদর ন্যান্সি বাজার এলাকায় বসতবাড়িসহ ১০টি বাণিজ্যিক স্থাাপনা উচ্ছেদ

সবুজ পাতা ডেস্ক : বর্ষণে পাহাড় ধ্বসের ঝুঁকি এবং অনাকাঙ্খিত প্রাণহানি এড়াতে খাগড়াছড়ি জেলা শহরের ন্যান্সি বাজার এলাকায় বসতবাড়িসহ ১০টি বাণিজ্যিক স্থাাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।
১৪ জুন বৃহস্পতিবার দুপুরে বেশ কয়েকবার মাইকিং এবং মৌখিক নির্দেশে অবৈধ দখলদাররা অবস্থাান ত্যাগ না করায় পৌরসভার সহযোগিতায় বসত বাড়িসহ ১০টি বাণিজ্যিক স্থাাপনা বুলডোজার ও স্ক্যাভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. আবুল হাশেম বলেন, জেলা দুর্যোগ ব্যবস্থাাপনা কমিটির সর্বশেষ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে পাহাড় ধসের ঝুঁকিপ্রবণ সব এলাকায় অনুরূপ অভিযান চালানো হবে। এসময় খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. আবুল হাশেম, সদর থানার উপ-পরিদর্শক মো. মাসুদসহ সাংবাদিকরা উপস্থিাত ছিলেন। গত কয়েক বছর ধরে বেপরোয়াভাবে পাহাড় কেটে বসতবাড়ি এবং বাণিজ্যিক প্লট তৈরি করে তা ভাড়া দিয়ে আসছিল একটি চক্র। চলতি সপ্তাহে টানা বর্ষণের সময় ঐ এলাকায় পাহাড় ধ্বসের ঘটনা ঘটলে চক্রটিকে উচ্ছেদ করতে সো”চার হয় প্রশাসন । উচ্ছেদ অভিযান চলাকালে অবৈধ দখলদাররা তাদের মালিকানার সপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেন নি। তবে মানবিক কারণে সময় প্রার্থনা করলেও ঝুঁকি ও প্রাণহানির আশঙ্কায় প্রশাসন তাদেরকে উচ্ছেদ করতে তৎপর হয়।
খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম বলেন, পুরো পৌর শহরের পাহাড়কাটা, পাহাড় ধ্বস, ছড়া-খাল দখল এবং মাটি ভাঙ্গনপ্রবণ এলাকার একটি তালিকা প্রণয়ণের কাজ চলছে। সরেজমিন পরিদর্শনের মাধ্যমে এটি তৈরি করা হবে। সেক্ষেত্রে যে বা যাদের বিরুদ্ধে পাহাড় কাটা এবং ছড়া-খাল দখলের ঘটনা প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থাা নেওয়া হবে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button