সাধারণ

বর্তমানে বিএনপি একটি বিধ্বস্ত দল: উলিয়াম বি মাইলাম

 

নিউজ ডেস্ক: ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উলিয়াম বি মাইলাম বলেছেন, বিএনপির দশা খারাপ। দলপ্রধান এখন খালেদা জিয়া জেলে। নির্বাচনের আগে তার জামিনের সম্ভাবনা নেই। অন্য নেতাদের নামেও রয়েছে মামলা। তাদের কেউ কেউ জেলে। আবার কেউবা পলাতক। বর্তমানে বিএনপি একটি বিধ্বস্ত দলে পরিণত হয়েছে। ২০১৪ সালের নির্বাচনী পরিস্থিাতির সাথে এখন খুব বদল কিছু দেখতে পাচ্ছি না।

সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে একাত্তর টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগেরবার আমি বলেছিলাম বিএনপি মৃতপ্রায়। বুঝিয়েছিলাম আহত। কিন্তু এখন তাদের অবস্থাা আরো বিধ্বস্ত। শেষ হওয়ার পথে। তবে মরে গেছে, তা বলতে চাইনা। আর তিন বছর আগের চেয়ে আওয়ামী লীগে এখন বিভক্তি বেড়েছে। দলের মধ্যে ক্ষমতার জন্য দ্বন্দ্ব প্রকট। নিশ্চিত করে বলতে পারবো না কে কী চায়, আর কোথায় বা ভাঙন। তবে এতটুকু অনুমান করতে পারি, বাংলাদেশের রাজনীতিতে এটা স্বাভাবিক একটি ঘটনা।

সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমি তো প্রায়ই আওয়ামী লীগে বিভক্তির কথা শুনি। আর এগুলোকে আমার কাছে গুজব মনে হয় না। তবে এই বিষয়গুলো শেখ হাসিনাকে প্রভাবিত করে না।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button