সাধারণ

বর্ণিল আয়োজনে রাঙামাটির দুর্গম বিলাইছড়ির পাংখোয়া পাড়ায় বড়দিন পালন

শাহ আলম, রাঙামাটি প্রতিনিধি:

বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় রাঙামাটির দূর্গম বিলাইছড়ি পাংখোয়া পাড়ায় বর্ণিল আয়োজনে উদযাপিত হলো খ্রিস্টান সম্প্রদায়র প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন। বিশেষ প্রার্থনা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান’সহ নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের পাংখোয়ারা পালন করেছে এই বিশেষ দিনটি। শনিবার (২৫ ডিসম্বর) বিলাইছড়ি পাংখোয়া পাড়ার কয়েক শত তরুণ তরুণী এই উৎসবকে নেচে গেয়ে বর্ণিল করে তোলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালকুদার এমপি কেক কেটে বড় দিনের অনুষ্ঠানের সূচনা করেন। এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, বিলাইছড়ি জোন উপ অধিনায়ক মেজর রাজু আহমদ, উপজোলা পরিষদ চেয়ারম্যান বিরোত্তম তঞ্চঙ্গ্যা, জেলা পরিষদ সদস্য রমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্যবর্গ সহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি দীপংকর তালকুদার এমপি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। দেশের সকল জাতিগোষ্ঠীর উন্নয়ন ও যার যার ধর্ম যেনো নির্ভিঘ্নে পালন করতে পারে সেই লক্ষপে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। বক্তরা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে কাজ করে চলেছে। সকল সম্প্রদায়ের মানুষ যাতে যার যার ধর্ম ও উৎসব সুষ্ঠুভাবে ও সুন্দরভাবে পালন করতে পারে সে লক্ষ্যে ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করে দিচ্ছে। তিনি আরো বলেন, আজকের এ অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের লোকজনের সমাগমেই প্রমান করে আমরা শান্তি ও সম্প্রীতিপ্রিয় মানুষ। আমাদের মধ্য কোনো ভেদাভেদ নেই। একে অন্যের উৎসবে যোগ দিয়ে আনন্দ ভাগাভাগি করে নেওয়াটাই আমাদের বড় ধর্ম। আগামীতে এই সম্প্রীতি অটুট রাখতে জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নাই। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রমলিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। বিশেষ অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, সাবেক রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বিলাইছড়ি জোনের এর সিনিয়র ক্যাপ্টন মো: বিল্লাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিলাইছড়ি তিনকুনিয়া মৌজার হেডম্যান ও বিলাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যংলিয়ানা পাংখোয়া। অনুষ্ঠান পরিচালনা করেন পাংখোয়া পাড়া গীর্জা পরিচালনা কমিটির লাল চুয়াক লিয়ানা পাংখোয়া। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জ্যার্তিময় চাকমা ক্যারল, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক রফিকুল মওলা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরশ কাÍি তংচঙ্গ্যা, রাঙ্গামাটি পার্বত্য জলা পরিষদের সাবেক সদস্য অভিলাষ তংচঙ্গ্যা’সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ। আলোচনা সভার শুরুতেই মঙ্গঁলবাণী পাঠের মাধ্যমে নিজের পরিশুদ্ধি এবং জগতের সব মানুষের জন্যে মঙ্গল কামনা করা হয়। প্রার্থনায় অংশ নেয় খ্রিস্টান ধর্মাবলম্বী শত শত নারী-পুরুষ ও শিশু। প্রার্থনা শেষে অতিথিরা কেক কেটে দিবসটি উদযাপন করে। পরে স্থানীয় ও পাংখোয়া সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান। উল্লেখ্য ,এই দিন বেথলহামে জন্মগ্রহণ করেন খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্ট। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন,পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়ে দেওয়া, মানব জাতিক সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করা এবং সষ্টিকর্তার মহিমা প্রচার করতে তার আগমন ঘটছিল।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button