সবুজ পাতার ডেস্ক : খাগড়াছড়ি জেলার বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ। ২রা সেপ্টেম্বর সোমবার সকালে খাগড়াছড়ি জেলার গঞ্জ পাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, বিস্কুট, মুড়ি, বিশুদ্ধ পানি, লবণসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর।
এসময় পুলিশ সুপার বলেন, পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে খাগড়াছড়ির বিভিন্ন এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবারের লোকজন এখন অসহায়ভাবে মানবেতর দিনাতিপাত করছেন। তাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে আমরা বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো: তফিকুল আলম, খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল বাতেন মৃধাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :