সবুজ পাতার ডেস্ক : বন্যা কবলিত খাগড়াছড়ির মানুষের সহায়তায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। টানা বৃষ্টিতে খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি চরম অবনতি হওয়ায় হাজার হাজার পরিবারের স্বাভাবিক জীবন যাপনে চরম বিঘ্ন ঘটে। ২২আগস্ট বৃহস্পতিবার দিনব্যাপী জেলা সদরের বিভিন্ন এলাকার পানি বন্দী জনগণকে উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে মানবিক সহায়তা প্রদান করে সেনাবাহিনী। প্রবল স্রোতের মাঝেও ঝুঁকি নিয়ে বন্যায় আটকে পড়াদের উদ্ধার কার্যক্রম শুরু করে তাদের মাঝে খাবারও বিতরণ করা হয়।
বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন এবং সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।
বন্যায় আটকে পড়া মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী ও খাবার বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়নের বিএম মেজর সাদাত রহমান, ক্যাপ্টেন রাফিদ মাওলা সাকিবসহ অন্যান্য কর্মকর্তা ও সেনা সদস্যরা।
অপরদিকে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে: কর্ণেল আবুল হাসনাত (জুয়েল) এর নেতৃত্বে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তায় অংশ নেন সদর জোনের সেনা-সদস্যরা। জেলার বিভিন্ন উপজেলায় বন্যা কবলিত এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করছিল সেনাবাহিনী।
প্রশাসন, বিজিবি, পৌর সভা, রেড ক্রিসেন্ট, ছাত্র সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বন্যার্তদের সহযোগিতা প্রদান করলেও সেনাবাহিনীকে নিয়ে বিষোধগার করা তথাকথিত আন্দোলনকারীদের কাউকেই বন্যার্তদের সহযোগীতা করতে দেখা যায় নি।
আপনার মতামত লিখুন :