বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সর্বাত্মক সহযোগীতা প্রদান করা হবে… উপদেষ্টা সুপ্রদীপ চাকমা


admin প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৪, ২:২৮ অপরাহ্ন /
বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সর্বাত্মক সহযোগীতা প্রদান করা হবে… উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সবুজ পাতার ডেস্ক : খাগড়াছড়ির সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ২৩ আগস্ট শুক্রবার বেলা ১১টার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
এ সময় বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার মুক্তা ধর, সাবেক অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা, বোধিসত্ব দেওয়ান, মথুরা বিকাশ ত্রিপুরা, সেফালিকা ত্রিপুরা, তরুণ কুমার ভট্টাচার্য, এ্যাডভোকেট জসীম উদ্দিন মজুমদার প্রমুখ।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন ‘‘বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে। ক্ষতিগ্রস্ত কেউ যেন কষ্ট না পায়, সেজন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে। প্রতিটি ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে বর্তমান সরকার কাজ করতে বদ্ধপরিকর। সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ গড়ার কাজে এগিয়ে আসা উচিত। খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হবে। নতুন পরিষদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দুইজন প্রতিনিধি রাখা হবে’’। সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।