সাধারণ

বন্যায় কবলিত এলাকায় দীঘিনালা উপজেলা প্রশাসনের পক্ষে ত্রান বিতরন

সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যাকবলিত এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
১৪ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেরুং ইউনিয়নের সোবহানপুর এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম, ১নং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রহমান কবির রতন উপস্থিাত ছিলেন।
ত্রাণ নিতে আসা সোবহানপুর গ্রামে সাজেদা বেগম জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টির পানিতে বসতভিটাসহ সবকিছুই পানিতে ডুবে গেছে। রাতে পানি বাড়ায় কিছুই বাহির করতে পারিনি। এ ত্রাণ খুবই উপকারে আসবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম জানান, এভাবে কবাখালী ই্উনিয়নে ৪ শত, বোয়ালখালী ইউনিয়নে ৪ শত এবং মেরুং ইউনিয়নে ৩ শত জনের মাঝে এ ত্রাণ বিরতণ করা হয়েছে। ত্রাণ সহযোগিতার প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, আধা কেজি সয়াবিন তেল, আধা কেজি ডাল, আধা কেজি লবণ এবং আধা কেজি পেয়াজ রয়েছে।
উল্লেখ্য গত সোমবার দিবাগত রাতের আকষ্মিক পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন গ্রাম বন্যার পানিতে তলীয়ে যায়। এতে ১২টি আশ্রয় কেন্দ্রে দুই হাজার ১শত পরিবার আশ্রয় নেয়।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button