সাধারণ
বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অুনষ্ঠিত

প্রতিনিধি : খাগড়াছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ অনুর্ধ্ব-১৭-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
খেলায় সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কমলছড়ি ইউনিয়ন।
বৃহস্পতিবার বিকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে সদর উপজেলার প্রশাসনের আয়োজনে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টুর্ণামেন্টে কমলছড়ি ইউনিয়নের উক্যহ্লা মারমা শ্রেষ্ঠ খেলোয়াড় এবং গোলাবাড়ি ইউনিয়নের যুবরাজ ত্রিপুরা সর্বো”চ গোলদাতা নির্বাচিত হয়।
পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ।
এসময় জেলা ক্রীড়া সংস্থাার অতিরিক্ত সাধারণ সম্পাদক ধুমকেতু মারমা এবং যুগ্ম-সাধারণ সম্পাদক আজহার হীরাসহ ইউনিয়ন চেয়ারম্যানগন উপস্থিাত ছিলেন।