সাধারণ

ফেনী নদীতে দুই বাংলার প্রতিমা বিসর্জন

 

রামগড় প্রতিনিধিঃ হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় ফেনী নদীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে দেবীকে স্বর্গে বিদায় জানানো হয়েছে।
ভারত-বাংলাদেশের খাগড়াছড়ির সীমান্ত নদী ফেনী নদীতে হাজার হাজার ভক্তকুল চোখের জলে দশমীতে শুক্রবার পড়ন্ত বিকেলে মাকে বিদায় জানান। ভক্তদের মতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গার আগমন ঘটে বিসর্জনের মাধ্যমে স্বর্গালোকে বিদায় নিলেন। এর আগে মন্ডবগুলোতে চরে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব। হিন্দু নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে দেন, নিজেরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেন। পরে মিষ্টিমুখ, ছবি তোলা আর ঢোলের তালে তালে নাচে-গানে একে অন্যকে রং মেখে দেয় ভক্তরা।
জেলার রামগড় উপজেলার সর্ববৃহৎ শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি মন্দির ও শ্রী শ্রী মা বগানী মন্দিরে বেজে উঠে বিদায়ের সুর। এরপর ঢাক-ঢোল বাজিয়ে ফেনী নদীর দিকে ছুটে চলে প্রতিমাবাহী ট্রাকগুলি। ফেনী নদীতে প্রতিমা নিয়ে যাওয়া হলে এপারে রামগড়ের হাজার হাজার ভত্তের পাশপাশি ওপারে ভারতের ত্রিপুরার সাবরুমের ভক্তদেরও সমাগম ঘটে নদীতে। মাইকে ঘোষণা আসার সঙ্গে সঙ্গে বেজে উঠে শঙ্খা উলুধ্বনি, বাদ্যের ঘন্টা কন্ঠে জয় দুর্গা মায়ের জয় আর চোখের জলে একের পর এর বিসর্জন দেয়া হয়ে প্রতিমা।
শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন ও প্রতিমা বিসর্জন সম্পন্ন হওয়াতে ভক্ত ও আইন শৃংখলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রামগড় শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি তাপস ত্রিপুরা জানান, সকল আনুষ্ঠানিকতা শেষে সারা দেশে একযোগে প্রতিমা বিসর্জন দেয়া হয়।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button