সাধারণ

প্র‌তিব‌ন্ধী শিশু‌ ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদন্ড

নিহার বিন্দু চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি :

রাঙ্গামা‌টি‌তে প্র‌তিব‌ন্ধী শিশু ধর্ষণ মামলায় হারুন অর র‌শিদ (৮৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও ৩ লক্ষ টাকা অর্থদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বুধবার (১৫ ডিসেম্বর) দুপু‌রে রাঙ্গামা‌টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এ ই এম ইসমাইল হো‌সেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আসামী হারুন অর র‌শিদ না‌নিয়ারচর উপজেলার বু‌ড়িঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আতাহার সর্দা‌রের ছেলে। আদালত সূত্র জানায়, ২০২০ সালের ৪ অ‌ক্টোবর বুদ্ধি ও শারীরিকভাবে প্রতিবন্ধী মেয়েকে বাসায় একা পে‌য়ে হারুনুর রশিদ ঘরে ঢুকে ধর্ষণ করে। প‌রে মে‌য়ে‌টির মা ঘ‌রে ফি‌রে এসে ঘটনাটি দেখতে পায়। এরপর লাঠি দিয়ে হারুনুর রশিদকে আঘাত ও চিৎকার করতে থা‌কলে বৃদ্ধা পা‌লি‌য়ে যায়। ঐদিন ঘটনায় ধর্ষিতা শিশুর মা বাদী হয়ে হারুন অর র‌শিদকে একমাত্র আসামি করে নানিয়ারচর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। প‌রে থা‌কে আটক করা হয়।বিচারিক পর্যায়ে বাদী, ভিকটিম, চিকিৎসক ও জবানবন্দী গ্রহণকারী ম্যাজিস্ট্রেটসহ ১২ জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। রা‌য়ে আসামী হারুন অর র‌শিদ‌কে বয়স বিবেচনায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৩ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। অর্থদন্ড ৬০ দি‌নের ম‌ধ্যে প‌রি‌শো‌ধে ব্যর্থ হ‌লে জেলা প্রশাসক‌কে হারুন অর র‌শি‌দের স্থাবর বা অস্থাবর বা উভয়সম্প‌ত্তি ক্রোক বা নিলা‌মে বিক্রয় ক‌রে উক্ত অর্থ টাইবুনা‌লে জমা প্রদা‌নের নি‌র্দেশ দেয়া হয়। রা‌য়ে রাষ্ট্রপ‌ক্ষের পি‌পি অ্যাড‌ভো‌কেট মোঃ র‌ফিকুল ইসলাম সন্তু‌ষ্টি প্রকাশ কর‌লেও অস‌ন্তোষ প্রকাশ ক‌রে আসা‌মি প‌ক্ষের আইনজী‌বি অ্যাড‌ভো‌কেট মোঃ রা‌সেদ ইকবাল উচ্চ আদাল‌তে যাওয়ার কথা জানান।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button