সাধারণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার উন্নয়নে খুবই আন্তরিক …………পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

 

সবুজ পাতা ডেস্ক : খাগড়াছড়িতে মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সম্মেলন ও ত্রি-বার্ষিক সাধারণ সভা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে পৌর টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান আতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি । সভাপতিত্ব করেন মারমা উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি চাইথোঅং মারমা। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, খাগড়াছড়ির সাংসদ ও শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বীক্রম কিশোর ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি সেনা রিজয়িন কমান্ডার হামিদুল হক, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম । অনুষ্ঠানে উপস্থিাত ছিলেন খাগড়াছড়ি মং সার্কেল চিফ সাচিংপ্রু চৌধুরী, পুলিশ সুপার আহমার উজ্জামান ও পৌর মেয়র রফিকুল আলম প্রমূখ। সম্মেলেনের শুরুতে মারমা সম্প্রদায়ের একটি বইয়ের মোড়ক উম্মোচন করেন অতিথিরা।

এর আগে জেলা শহরের মিলনপুর এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২ কোটি ৩৫ লক্ষ টাকা ও ৯০ লক্ষ টাকা ব্যয়ে কেন্দ্রীয় শাহী জামে মসজিদের দ্বিতল ও তৃতীয় তলার নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ের উন্নয়নে আন্তরিক। তাই ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য চুক্তির মাধ্যমে পাহাড়ে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছেন। তিনি পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়কে পারস্পরিক বিশ্বাস ও সহাবস্থাানে থেকে সরকারের উন্নয়ন কর্মকা-কে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button