প্রধানমন্ত্রীর সাথে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার সৌজন্য স্বাক্ষাত

প্রতিনিধি: প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন খাগড়াছড়ির সাংসদ ও শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।
৬ডিসেম্বর সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুলের তোরা দিয়ে সৌজন্য স্বাক্ষাত করেন। এসময় তাঁর সাথে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিাত ছিলেন।
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ এর এফবি সূত্রে জানা যায়,‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনার মশাল বিশ্বজনীন উন্নয়নের রোলমডেল জননেত্রী শেখ হাসিনা চতুর্থ বারের মতো মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন। সেই বর্ণাঢ্য ও ঐতিহাসিক উৎসবমুখর মুর্হুতেই মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ লাভের সৌভাগ্য অর্জন করলাম। এসময় আমার সাথে ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং পার্বত্য জেলা পরিষদের বেশ কয়েকজন সম্মানিত সদস্য। মাননীয় প্রধানমন্ত্রীর এই মহানুভবতা আমি খাগড়াছড়ি আসনের জাতি-ধর্ম-দল-মত নির্বিশেষে সর্বস্তরের সম্মানিত মানুষদের উদ্দেশ্যে অর্পণ করলাম’।