প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষকদের আনন্দ র্যালী

মো : জাকের হোসেন : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর বুধবার সকাল ১১ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাব চত্তর থেকে আনন্দ র্যালী বের হয়ে পল্টন মোড় প্রদক্ষিণ করে পূনরায় প্রেস ক্লাব চত্তরে এসে সমাপ্ত হয়।
র্যালীতে নেতৃত্ব দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রধান সমন্বয়কারী প্রাথমিক শিক্ষক নেতা মোঃ সামসুল আলম, সংগঠনের উপদেষ্টা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ড. এ. এফ. এম. মঞ্জুরুল কাদির, উপদেষ্টা আতাউর রহমান প্রমূখ।
সারাদেশ থেকে আগত প্রায় দুই সহস্রাধিক শিক্ষক লঞ্চ, ট্রেন ও বাস যোগে সকাল থেকে প্রেসক্লাবের সামনে জড় হতে থাকেন। খাগড়াছড়ি বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জ্যোতি ত্রিপুরা, সাংগঠনি সম্পাদক সুজন দেওয়ান, শিক্ষা বিষয়ক সম্পাদক সুনিল বসু চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত চাকমাসহ তিন পার্বত্য জেলার বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য/সদস্যাবৃন্দও উপস্থিত ছিলেন
র্যালী শেষে দুপুর ১২ টায় সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মবার্ষিকীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। করোনা মহামারিতে যখন সারাবিশ্বের অর্থনীতি বেসামাল তখনো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। দেশে সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই।”
মাননীয় প্রধানমন্ত্রী ২০১৩ সনের ৯ই জানুয়ারি এক শিক্ষক মহাসমাবেশের মাধ্যমে ২৬১৯৩টি বিদ্যালয় সরকারি করণের ঘোষণা দেওয়ার পর বর্তমানে দেশে চলমান বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। আমরা বিশ্বাস করি মানবিক দিক বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী অনতি বিলম্বের বাদপড়া সব বিদ্যালয়গুলো ও কর্মরত শিক্ষকদের সরকারি করণের ঘোষণা জাতীয় শিক্ষক সমাজের হৃদয়ে চির অম্লান হয়ে থাকবেন।
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলার সভাপতি জ্যোতি ত্রিপুরা বলেন, পার্বত্য জেলাসহ সারা বাংলাদেশের জাতীয়করণ হতে বাদপড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলেকে জাতীয়করণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিকট জোর দাবি জানাই।