প্রতিবন্ধিদের মাঝে সেনাবাহিনীর কম্বল ও হুইল চেয়ার বিতরন

প্রতিনিধিঃ খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নে সেনাবাহিনীর ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্ধুকছড়ি জোনের উদ্যোগে প্রতিবন্ধিদের মাঝে শীতবস্ত্র ও হুইল চেয়ার বিতরন করা হয়। উক্ত বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিাত ছিলেন, সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব, গুইমারা রিজিয়নের জি টু আই মেজর মোঃ মঈনুল আলম, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ¤্রাগ্য মারমা, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরা প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ‘‘পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে । পাহাড়ের হত-দরিদ্র কোন মানুষ শীতে কষ্ট পেয়ে মারা যাবে এমন কোন ঘটনা ঘটতে দেয়া হবে না।
পাহাড়ে একটি সন্ত্রাসী গোষ্ঠি সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিশেষ অপপ্রচার চালাচ্ছে, তাদের সেই চেষ্টা কোন ভাবেই বাস্তবায়ন হতে দেয়া হবেনা’’।
হত দরিদ্র ও প্রতিবন্ধিদের মাঝে ১২০ টি কম্বল ও ৩টি হুইল চেয়ার বিতরন করা হয়।