পুলিশ সুপারের সাথে এনসিটিএফ’র শিশুদের মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি: ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স’র আয়োজনে ইয়েস বাংলাদেশ’র সহযোগিতায় শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের সাথে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স ( এনসিটিএফ)’র মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় জেলা পুলিশ সুপারের কনফারেন্স হলে এনসিটিএফ’র সদস্যদের সাথে এ মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়। এতে জেলা এনসিটিএফ’র সভাপতি শচীন দাস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম। এ মুখোমুখি সংলাপ অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন জেলা এনসিটিএফ’র সদস্য শাহানা হাসান সেতু। এতে জেলা এনসিটিএফ সদস্যরা শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক নানান ধরনের প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। শিশুরা তাদের বিভিন্ন ধরনের সহিংসতা,বাল্যবিবাহ, শিশু অধিকারসহ নানান সমস্যা ও আইনী সহায়তার বিষয়ক কথা তুলে ধরেন এবং শিশুদের প্রতিটি প্রশ্নের উত্তর সাবলীলভাবে শিশুদের মাঝে তুলে ধরেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী। এছাড়া অন্যান্যদের উপস্থিত ছিলেন ডিস্ট্রিক ভলান্টিয়ার(ছেলে) খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, ডিস্ট্রিক ভলান্টিয়ার(মেয়ে) রামু ত্রিপুরা, জেলা এনসিটিএফ’র সহ-সভাপতি মিডিয়া ত্রিপুরা, সাধারণ সম্পাদক জান্নাতুল মাওয়া, সাধারণ সম্পাদক এনসিটিএফ খাগড়াছড়ি।
শিশু গবেষক(মেয়ে) উম্মে হামিমা সোহা, যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ প্রতীম দে সহ জেলা এনসিটিএফ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।