সাধারণ

পুলিশের বিভিন্ন অভিযানে জব্দকৃত মাদক দ্রব্য ধ্বংস

 

আরিফ মাহমুদ: পুলিশের বিভিন্ন অভিযানে জব্দকৃত বাংলা মদ, গাঁজা, ইয়াবা ধ্বংস করা হয়। ২৪ সেপ্টেম্বর সোমবার খাগড়াছড়ি সদর থানা প্রাঙ্গণে উদ্ধারকৃত মাদক দ্রব্য গুলো গর্তে ঢেলে, আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় নবাগত পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের মাইনাস টলারেন্স রয়েছে। যত বড় প্রভাবশালী হোক, মাদক উৎপাদন ও বিপণনের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। পুলিশ বিশ্বাস করে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের মাধ্যমে এ জেলাকে মাদকমুক্ত করা যাবে। মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে সারা দেশের ন্যায় খাগড়াছড়িতেও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রনে চলমান বিশেষ অভিযানে ৩হাজার পিস ইয়াবা, ৩৮ কেজি গাঁজা এবং ১হাজার ৫শ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আদালতের নির্দেশে কিছু মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button