সাধারণ

পাড়া বনের আওতাভুক্ত ১১৫৪ পরিবারকে অনুদান প্রদান

সবুজ পাতা ডেস্ক : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্ধকৃত খাগড়াছড়ি পার্বত্য জেলায় পাড়া বনের আওতাভুক্ত প্রত্যেক উপজাতীয় পরিবারকে ৭০০০ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। ৯ জুলাই জেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিাত থেকে এ অনুদান কর্মসূচীর উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
খাগড়াছড়ি সদর উপজেলার ৩১৬ পরিবার, মহালছড়ি উপজেলার ৭৬৮ পরিবার ও মাটিরাঙ্গা উপজেলার ৭০ পরিবারের প্রত্যেককে ৭ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। ৫ জুলাই গুইমারা উপজেলার ৫৯ পরিবার এবং লক্ষিছড়ি উপজেলার ২৫৭ পরিবারকে অনুরূপ ৭ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। পরবর্তীতে দিঘীনালা উপজেলায় সর্বো”চ সংখ্যক ১১৯৭ পরিবারকে ৭ হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে। দরিদ্র ও অতিদরিদ্র উপজাতীয় পরিবারে আয়বর্ধক কর্মসূচীর আওতায় এ অনুদান প্রদান করা হয়েছে। উক্ত পরিবারগুলো যদি প্রাপ্ত অর্থ যথাযথ সদ্যবহার করে আর্থিকভাবে লাভবান হতে পারে তাহলে পরবর্তীতে আরো অধিকসংখ্যক অর্থ তারা পেতে পারে বলে জানিয়েছেন প্রধান অতিথি কংজরী চৌধুরী।
অনুষ্ঠানে আরো উপস্থিাত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যন চঞ্চুমনি চাকমা, জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, মংশিপ্রু চৌধুরী অপু, নির্মলেন্দু চৌধুরী, মংক্যচিং চৌধুরী, কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা মো: শাহজাহান আলী প্রমূখ। সভাপতিত্ব করেন মূখ্য নির্বাহী কর্মকর্তা মো: নুরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন ইউএনডিপির এসআইডি প্রকল্পের জেলা ব্যবস্থাাপক প্রিয়তর চাকমা। পরবর্তীতে বাঙ্গালী সম্প্রদায়ের জন্য অর্থ বরাদ্ধের ব্যবস্থাার কথা জানিয়েছেন জেলা পরিষদের কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা মো: শাহজাহান আলী।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button