পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত পরিবারগুলোর পুনর্বাসন সংক্রান্ত সভা

প্রতিনিধি : পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত পরিবার গুলোকে অন্যত্র স্থাানান্তরপুর্বক পুনর্বাসন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর রবিবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
সভায় সাম্প্রতিক সময়ে জেলা শহরের ন্যান্সি বাজারে পাহাড় ধ্বসের ঝুঁকিতে থাকা ১১ পরিবারসহ শালবন এলাকার ৮৮ পরিবারকে পুনর্বাসনের বিষয়টি আলোচনা করা হয়।
এসময় বক্তারা বলেন, ক্ষতিগ্রস্থা পরিবার গুলোকে দ্রুত পুনর্বাসন করা দরকার। পুনর্বাসনের পাশাপাশি তাদের জন্য যাতায়াত, বিশুদ্ধ খাবার পানি ও বিদ্যুত ব্যবস্থাাসহ নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে। জেলার বিভিন্ন স্থাানে পাহাড় ধসের ঝুঁকিতে পরিবারদের তালিকা করে ব্যবস্থাা গ্রহণের জন্য নির্দেশ দেন জেলা প্রশাসক।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. এটিএম কাউছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিাত ছিলেন।
এর আগে সম্মেলন কক্ষে জেলা সার ও বীজ মনিটরিং এবং কেমিক্যালের মাধ্যমে ফল পাকানো বন্ধকরণ, ফরমালিন নিয়ন্ত্রণ, ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষে অগ্রগতি পর্যালোচনা সভা, ভোক্তা অধিকার সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।