পালংখালীর রুবি ব্যাগভর্তি প্রায় ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক

শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজারঃ
কক্সবাজার-টেকনাফ সড়কের লিংক রোডের মহুরী পাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে প্রায় ৬০ হাজার পিস ইয়াবাসহ করিমা আক্তার রুবি(২৫) নামের এক মাদক কারবারি মহিলাকে আটক করেছে র্যাব-৭’র একটি অভিযানিক দল। ধৃত রুবি উখিয়ার পালংখালী ইউনিয়নের আনজুমান পাড়ার আবদুস শুক্কুরের স্ত্রী। র্যাব-৭ সুত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লিংক রোডের মহুরী পাড়া এলাকায় রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে একটি অটোরিক্সাকে থামানোর সংকেত দিলে অটোরিক্সার যাত্রী রুবি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করা হয়।পরে রুবির স্বীকারোক্তি মতে তার দেখিয়ে দেওয়া স্কুল ব্যাগ তল্লাশী করে ৫৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।যার মূল্য ১ কোটি ৭০ লাখ টাকা। ধৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।