সাধারণ

পার্বত্য শান্তি চুক্তি দিবসে লক্ষ্মীছড়িতে বর্ণাঢ্য র‌্যালি

 

মোবারক হোসেন : খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায় পার্বত্য শান্তি চুক্তির ২১তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শান্তি র‌্যালি বের করা হয়।

২ ডিসেম্বর রবিবার সকাল ৯টায় র‌্যালিটি উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালিতে পার্বত্য জনসংহতি সমিতি(জেএসএস) লক্ষ্মীছড়ি শাখা, লক্ষ্মীছড়ি কলেজ, মডেল সরকারি উ”চ বিদ্যালয়, লক্ষ্মীছড়ি কেজি স্কুল, পিএফসি কিন্টার গার্টেনসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থাানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। র‌্যালি শেষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনব্যাপি মেলার উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: মিজানুর রহমান। পর আলোচন সভা, “শান্তি চুক্তি ও বাংলাদেশ” শীর্ষক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মিজানুর রহমান মিজান, পিএসসি, জি।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button