পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি পদে ইব্রাহিম মনির

প্রতিনিধি ঃ পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠীর অধিকার আদায়ে দীর্ঘ ২ যুগেরও বেশী সময় ধরে আন্দোলনরত সর্ববৃহৎ সংগঠন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় প্যানেল সভাপতি ও শিক্ষানবীশ আইনজীবি ইব্রাহিম মনির।
৮ জুলাই শনিবার রাজধানী ঢাকার তোপখানা রোডের জাতীয় শিশুকল্যাণ কেন্দ্রের ভিআইপি লাউঞ্জে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ কতৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী ও প্রতিনিধি সমাবেশ শেষে সংগঠনের উপদেষ্টা পরিষদ কর্তৃক শপথ পাঠের মাধ্যমে আগামী ১ বছরের জন্য পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন ইব্রাহিম মনির।
পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের সমন্বয়ক শেখ আহাম্মদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিাত থেকে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সভাপতি হিসেবে ইব্রাহীম মনিরকে শপথ পাঠ করান পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের প্রতিষ্ঠাতা ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আলকাছ আল মামুন ভূইয়া।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিাত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ রানা, অর্থ বিষয়ক সম্পাদক কামাল হোসেন ভূইয়া, প্রচার সম্পাদক অধ্যাপক আরিফ বিল্লাহ, পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও উপদেষ্টা ঈসমাঈল নবী শাওন, উপদেষ্টা মমিনুল ইসলাম, উপদেষ্টা সারওয়ার জাহান খান, পার্বত্য নাগরিক পরিষদের বান্দরবান জেলা সভাপতি মোঃ আতিকুর রহমান প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আলকাছ আল মামুন ভূইয়া বলেন, পার্বত্য চট্টগ্রামের অখন্ডতা রক্ষায়, দেশমাতৃকার স্বাধীনতা অক্ষুন্ন রাখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। পার্বত্য বাঙ্গালীদের অধিকার আদায়ে পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদ ঘোষিত ৮ দফা দাবি আদায়ের কোন বিকল্প নেই।
বক্তারা, পাহাড়ে গুম, খুন, অপহরণ বন্ধে অবিলম্বে উচ্ছেদকৃত সেনাক্যাম্প পূনঃস্থাাপন ও সেনা অভিযান জোরদারে সরকারের প্রতি দাবি জানান।