পার্বত্য প্রেস ক্লাবের অর্থায়নে পোল্ট্রি শেড নির্মাণ

সুজন বড়ুয়া: পার্বত্য প্রেসক্লাবের আর্থিক সহায়তায় পোল্ট্রি শেড নির্মান করেও পুঁজির অভাবে তা ব্যবহার করতে পারছেনা নূর আলম ভূইয়া। খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউপির বি-বাড়িয়া পাড়ার প্রয়াত বীর মুক্তিযুদ্ধা খলিলুর রহমান ভূইয়ার পুত্র নূর আলম ভুইয়ার বেকারত্ব নিরসনে একটি পোল্ট্রি শেড নির্মান করে দিয়েছেন সাংবাদিকদের সংগঠন পার্বত্য প্রেসক্লাব ও খাগড়াছড়ি থেকে প্রকাশিত দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকা। কিন্তু মহাজনের দুয়ারে দুয়ারে ঘুরেও কোনো টাকা সংগ্রহ করতে পারেনি তিনি । দীঘিনালার কৃষি ব্যাংকে ধরনা দিয়েও কোনো লাভ হয়নি, নানান অজুহাতে অনাগ্রহ ব্যাংক গুলোর।
নূর আলমের বিষয় পার্বত্য প্রেসক্লাবের সভাপতি দেব প্রসাদ ত্রিপুরা বলেন, সে একজন মুক্তিযুদ্ধার সন্তান। মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় একজন মুক্তিযুদ্ধার সন্তান বেকার অবস্থায় মানবতার জীবন যাপন করবে এমনটি আমরা দেখে থাকতে পারিনি। তাই ক্লাবের নিজস্ব অর্থায়নে পোল্ট্রি শেড নির্মান করি। কিন্তু আমরা নিজেরাও অর্থাভাবে নূর আলমকে আর সহযোগীতা করতে পারছিনা। নুর আলম ছোটবেলায় গাছ থেকে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়েছিল। তাই তিনি কিছুদিন পর পর অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার আয়ের সম্পূর্ণ অর্থই চিকিৎসায় খরচ হয়ে গেছে। ডেইরী বা পোল্ট্রি ফার্ম করার অভিজ্ঞতা থাকলেও তিনি অর্থের অভাবে তা শুরু করতে পারছেন না। আশা করি সরকারি বেসরকারি বা ব্যক্তি পর্যায়ে কেউ না কেউ নূর আলমকে সহায়তার হাত বাড়িয়ে দিবেন।