সাধারণ

পার্বত্য প্রেসক্লাবের সাহসী উদ্যোগ- স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ’শত গৃহহীনকে ঘর দেবে

আশেক উল্লাহ ঃ স্বাধীনতার সুবর্নজয়ন্তী (৫০ বছর) উপলক্ষে ১০০ গৃহহীন অসহায় ব্যক্তিকে ঘর নির্মান করে দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে পার্বত্য প্রেসক্লাব। ৩১ জানুয়ারী রবিবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কার্যকরী কমিটির এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলার নয়টি উপজেলার সবচেয়ে অসহায় গৃহহীনরা এ সুবিধা পাবেন। ইউনিয়ন ও পৌরসভার জনসংখ্যা বিবেচনায় এসব ঘর সংখ্যা বিভাজন করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য যে, বরাবরের মতো পার্বত্য প্রেসক্লাবের এ জনহিতকর প্রকল্পে খাগড়াছড়ি থেকে প্রকাশিত অন্যতম পাঠকনন্দিত দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকা মিডিয়া ও প্রকল্প ব্যয়ে অংশীদার হিসেবে থাকবে।

পার্বত্য প্রেসক্লাবের সভাপতি দেব প্রসাদ ত্রিপুরা জানান, গত ১ বছরে পার্বত্য প্রেসক্লাব করোনাকালে খাদ্য সহায়তা, অনেক গৃহহীনকে ঘর, গরু-ছাগল, হাঁস মুরগী, সেলাই মেশিন, ভ্যানগাড়ি বিতরন এবং প্রতিবন্ধীদের কর্মসংস্থানসহ বহুমুখী সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করেছে। তিনি আরো বলেন, ‘‘দেশে কেউ গৃহহীন থাকবে না’’- প্রধানমন্ত্রীর এ শ্লোগানকে সামনে রেখে এ পদক্ষেপ গ্রহন করেছি। আশা করি সকলের আর্শীবাদ থাকলে সকল প্রতিকূলতা ডিঙ্গিয়ে আমরা প্রকল্প বাস্তবায়নে সক্ষম হবো।

 

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button