পার্বত্য প্রেসক্লাবের জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন পালন
প্রতিবন্ধী মোহাম্মদ হোসেনকে চিকিৎসার জন্য নগদ ৫,০০০/- টাকা অনুদান প্রদান

অংহ্লাগ্য মারমা : সারা দেশের ন্যায় বিপুল উৎসাহ উদ্দীপনায় খাগড়াছড়িতে পালিত হয়েছে স্বাধীনতার মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে পার্বত্য প্রেসক্লাবের কোর্ট মসজিদ মার্কেটস্থ অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করেছে সংগঠনটি। দিবসটিতে বঙ্গবন্ধুর স্মরণে প্রতিবন্ধী মোহাম্মদ হোসেনকে চিকিৎসার জন্য নগদ ৫,০০০/- টাকা অনুদান দিয়েছে পার্বত্য প্রেসক্লাব ও দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকা পরিবার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাগড়াছড়ি জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো: শাহজাহান প্রতিবন্ধী মো: হোসেনের হাতে এ অর্থ তুলে দেন।
জাতির জনকের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো: সিরাজুল ইসলাম। দুপুর ১২ টা ১ মিনিটে কেক কেটে সকলের মধ্যে বিতরণ করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি মো: শাহজাহান বলেন, ‘‘বঙ্গবন্ধু প্রতিবন্ধীদের প্রতি অত্যন্ত আন্তরিক ছিলেন। তাঁরই অনুজ মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের কল্যানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাই আজ দেশের প্রতিবন্ধীরা নানান সুবিধা ভোগ করছেন।’’
পার্বত্য প্রেসক্লাব সভাপতি দেব প্রসাদ ত্রিপুরা উল্লেখ করেন,‘‘ হাজার বছরের নয়, কোটি কোটি বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী উপাধি দিলেও বঙ্গবন্ধুর ঋন শোধ করতে পারবে না এ জাতি। তবুও তাঁর সোনার বাংলা বিনির্মানে পার্বত্য প্রেসক্লাব নুন্যতম ভূমিকা রাখার প্রত্যয়ে নিবেদিত।’’
সম্পাদক জুলহাস উদ্দিন বলেন,‘‘ জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা তৈরিতে পার্বত্য প্রেসক্লাব প্রতিবন্ধী, বেকার, গৃহহীনসহ সমাজের অসহায় ছিন্নমুল মানুষের সাহায্যার্থ্যে সাধ্যমতো করা করছে।’’
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিপোর্টাস ইউনিটির সভাপতি সিনিয়র সাংবাদিক চাইথোয়াই মারমা,
প্রবীন আওয়ামী লীগ নেতা হাফেজ মো: আবু সাঈদ, মো: জাহাঙ্গীর, মানবাধিকার কর্মী মোস্তাফিজুর রহমান প্রমুখ।