পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প কর্তৃক খাগড়াছড়িতে মেডিক্যাল স্টাফদের সুরক্ষা সামগ্রী প্রদান

মনির উদ্দিন মুন্না ঃ খাগড়াছড়িতে করোনা রোগীদের চিকিৎসার সুবিধার্থে উপজেলা পর্যায়ে জরুরী ত্রান সহায়তা হিসেবে জেলা সদর হাসপাতালে মেডিক্যাল স্টাফদের জন্য ব্যক্তিগত সুরক্ষা/ চিকিৎসা সহায়ক সামগ্রী প্রদান করেছেন পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প (আগাপে)।
৮ সেপ্টেম্বর বুধবার জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এসব সুরক্ষা/সহায়ক সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাাহী কর্মকর্তা মাহবুব মতিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: নুপুর কান্তি দাশ।
কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে প্রদানকৃত এসব ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে পিপিই-৩০ পিস, এন-৯৫ মাস্ক-৮৫ টি, ফেস স্লাইড/আই প্রোটেক্টর গ্লাস-৮৫ টি, হ্যান্ডস গ্লাভস-৮৫ প্যাকেট, হ্যান্ড সেনিটাইজার (৫০০ এমজি)- ৮৪ পিস।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জুলহাস উদ্দিন, পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প খাগড়াছড়ির ব্যবস্থাপক রিচার্ড প্রভাত দাস, চেলাছড়ার ব্যবস্থাপক দিলীপ ত্রিপুরা, প্রকল্পের সমাজকর্মী মিতালী ত্রিপুরা ও নিহার রঞ্জন ত্রিপুরা প্রমুখ।