পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
সবুজ পাতার ডেস্ক:
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারী) সকালে পিসিএনপির চট্টগ্রামস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি মন্ডলীর বৈঠকে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বর্তমান কমিটি বিলুপ্ত করে ৫ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেন পিসিএনপির চেয়ারম্যান কাজী মজিবর রহমান।
এতে আহ্বায়ক অধ্যক্ষ আবু তাহের, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মো. নিজাম উদ্দিন, সদস্য সচিব এস এম মাসুম রানা এবং মো. মোক্তাদির হোসেন ও মো. সাহাদাত হোসেনকে সদস্য করা হয়েছে।
পিসিএনপির মহাসচিব মো. আলমগীর কবির জানান, আগামী ০৩ মাসের জন্য খাগড়াছড়ি জেলা পিসিএনপির আহবায়ক কমিটি অনুমোদন করা হয়। আহবায়ক কমিটি আগামী ০৩ মাসের মধ্যে খাগড়াছড়ি জেলার পূর্ণাঙ্গ উপজেলা ও পৌর কমিটি গঠন করবেন এবং জেলা কমিটির সম্মেলনের আয়োজন করবেন।
এদিকে, ঘোষিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান কমিটির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার লোকমান হোসাইন সহ জেলা উপজেলার নেতাকর্মীরা।