সাধারণ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত

 

প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে রাঙ্গামাটিতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ রবিবার বিকাল ৩টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এর উপস্থিতিতে গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে রাঙ্গামাটির সাবেক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক, মৌজার হেডম্যান এবং মারিশ্যার মসজিদের প্রতিষ্ঠাতা অংশগ্রহণ করেন। এসময় চেয়ারম্যান গণশুনানিতে অংশগ্রহণকারী উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
গণশুনারিতে বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। সেবা প্রত্যাশীরা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় কফি ও কাজু বাদাম চাষ প্রকল্পে তালিকাভুক্তকরণ, হেডম্যান কার্যালয় নির্মাণ, বোর্ড কর্তৃক নির্মিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পসমূহ উদ্বোধন, বিহার নির্মাণ ও মারিশ্যা মসজিদের অবকাঠামো উন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এর নিকট আবেদন জানান। সেবা প্রত্যাশীদের আবেদন অনুযায়ী সেগুলো আগামীতে বোর্ড কর্তৃক বাস্তবায়নযোগ্য পরিকল্পনায় অন্তর্ভূক্ত করা হবে মর্মে চেয়ারম্যান গণশুনানিতে আশ^স্ত করেন। গণশুনানিতে অংশগ্রহণ করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উন্মুক্ত আলোচনার শেষে বোর্ডের অন্যান্য উর্ধ¦তন কর্মকর্তা ছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক পবন চাকমা, বাঘাইছড়ি মৌজার হেডম্যান বিশ^ জিৎ চাকমা, বিজয় কুমার চাকমা, দীপেন দেওয়ান, ভবতোষ দেওয়ান এবং মারিশ্যা মসজিদের প্রতিষ্ঠাতা মোঃ মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button