সাধারণ

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব ২০২১ এর অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে “বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব ২০২১” এর অগ্রগতি পর্যালোচনা সভা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়, রাঙ্গামাটিস্থ কর্ণফুলী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোার্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল আলম নিজামী।
৬ জানুয়ারী বুধবার বেলা দুপুর ১২.৩০ টায় স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব ২০২১ এর অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতি সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, গত ২৮-৩০ ডিসেম্বর ২০২০খ্রি. তারিখে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি এমটিবি চ্যালেঞ্জ ২০২০ প্রতিযোগিতা সফল বাস্তবায়নের জন্য স্থানীয় ও জাতীয় পর্যায়ে অত্যন্ত প্রশংসিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে গত বছরের ন্যায় এবছরও আগামী ১১-১৫ জানুয়ারি ২০২১খ্রি. তারিখ পর্যন্ত সময়ে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব ২০২১ উদ্বোধনী অনুষ্ঠান রাঙ্গামাটির চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তিন পার্বত্য জেলায় পাহাড় হতে ৫০ জন ও সমতল থেকে ৫০জন সর্বমোট ১০০জন যাদের বয়ন ১৮ থেকে ৩৫ বছর বয়সী অ্যাডভেঞ্চারার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে।
ড. প্রকাশ কান্তি চৌধুরীর (সদস্য পরিকল্পনা) উপস্থাপনায় সরকারি নির্ধারিত স্বাস্থ্য বিধি কঠোরভাবে পালনের লক্ষ্যে অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশনের তারিখ হতে সর্বোচ্চ ৭২ ঘন্টা সময় সীমার মধ্যে করোনা নেগেটিভ সনদ দাখিল এবং সফল বাস্তবায়নের জন্য আহবায়ক উপকমিটি’র দায়িত্ব ও কর্তব্য পালন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অ্যাডভেঞ্চার উৎসবে নৌবিহার, কায়াকিং, ট্রি ট্রেইল/রোপ কোর্স, মাউন্টেইন বাইক, জিপলাইন, হাইকিং ও ট্রেইল রান, ক্যানিওনিং, ট্রেজার হান্ট, টিম বিল্ডিং, টিম অ্যাক্টিভিটি, ট্রেকিং, দর্শনীয় স্থান পরিদর্শন ও কেভ ডিসকভারীইভেন্টসমূহ থাকবে। দেশের তরুণ ও যুবাদের মাঝে অ্যাডভেঞ্চার ক্রীড়া ও কার্যক্রমকে জনপ্রিয় করে তোলার মাধ্যমে তাদের মনে দেশপ্রেম, সাহস ও শৃঙ্খলাবোধ জাগিয়ে তোলা উৎসবের অন্যতম উদ্দেশ্যে ও লক্ষ্য।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নূরুল আলম নিজামী (অতিরিক্ত সচিব), তরুণ কান্তি ঘোষ, অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব ও ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন, আশীষ কুমার বড়ুয়া (যুগ্মসচিব), সদস্য প্রশাসন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, ড. প্রকাশ কান্তি চৌধুরী (উপসচিব), সদস্য পরিকল্পনা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব), সদস্য বাস্তবায়ন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, টিটন খীসা, নির্বাহী কর্মকর্তা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, প্রতিনিধি, বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার প্রতিনিধি, রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসকের প্রতিনিধিবৃন্দ, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার প্রতিনিধিবৃন্দ, রাঙ্গামাাটি সিভিল সার্জন প্রতিনিধি, খাগড়াছড়ি সিভিল সার্জন, মিজ্ ফাতেমা তুজ জোহরা উপমা, নির্বাহী অফিসার, রাঙ্গামাটি সদর উপজেলা, রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সহকারী পরিচালকবৃন্দ, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থার প্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button