পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে কর্মসূচি পালন

প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে রাঙ্গামাটিস্থ প্রধান কার্যালয়ের কর্ণফুলী সম্মেলন কক্ষে ঐতিহাসিক ৭ই মার্চ’ ২০২২ জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ই মার্চ সোমবার জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে সকাল ৯টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এর নেতৃত্বে রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধু মূর্যালে পুস্পস্তবক অর্পণসহ এক মিনিট নিরবতা পালন শেষে বোর্ডের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১ টায় বোর্ডের গবেষণা কর্মকর্তা জনাব কাইংওয়াই ম্রো এর উপস্থাপনায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শুরু করার আগে উপস্থিত সকলের নিকট পজেক্টর এর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রদর্শন করা হয়। এরপর পবিত্রগ্রন্থ থেকে পাঠ, একে একে কোরআন তেলাওয়াত, গীতা এবং ত্রিপিটক পাঠ করা হয়। অতঃপর অতিথিদের আসন গ্রহণের মাধ্যমে শুরু হয় মূল আলোচনা সভা।
সভাপতি বক্তব্য শুরুতে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদসহ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের প্রতি বিনম্্র্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন যে, ৭ই মার্চ হলো স্বাধীনতার দলিল। এ ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতা সূচনা হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি জন্ম না হতো তাহলে আজকে আমরা এই পর্যায় আসতে পারতাম না। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে যার অবস্থান থেকে সকলকে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানাচ্ছি।
আলোচনা সভায় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ (যুগ্মসচিব), সদস্য বাস্তবায়ন সরকারের উপসচিব মোহাম্মদ হারুন-অর-রশীদ, সদস্য পরিকল্পনা মোঃ জসীম উদ্দিন, মিশ্র ফল চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ সফিকুল ইসলাম, বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, বাজেট ও অডিট অফিসার মোঃ নুরুজ্জামান, রাঙ্গামাটির সহকারী প্রকৌশল (সিভিল) মোঃ খোরশেদ আলম, মিজ ডজী ত্রিপুরা তথ্য অফিসার, চলতি দায়িত্বে সহকারী সচিব সাগর পাল, মিশ্র ফল চাষ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মোঃ কামরুজ্জামান, সহকারী পরিকল্পনা কর্মকর্তা মনতোষ চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ জাকির হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিকসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।