সাধারণ

পার্বত্য এলাকার শান্তি বিনষ্টকারীদের কঠোর হস্তে দমন করা হবে ……………….. মেজর জেনারেল মো. মতিউর রহমান

প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন সদর দপ্তরে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথির ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মতিউর রহমান ।

এসময় পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বিনষ্টকারী কতিপয় সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করা হবে উল্লেখ করে জিওসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে সরকারকে সহযোগীতা করছে। এ অঞ্চলের জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিাত ছিলেন, খাগড়াছড়ির সাংসদ ও শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিবসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিাত ছিলেন।

পরে গুইমারা রিজিয়ন সদরে নব-নির্মিত মুশফিক গ্যালারি ও লাইব্রেরি পরিদর্শন করেন প্রধান অতিথি।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button