জসীম উদ্দিন জয়নাল : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সাথে সৌজন্য সাক্ষাতে পার্বত্য চট্টগ্রামে জীবিকা উন্নয়ন, পানি সংকট নিরসন, পরিবেশ সুরক্ষা, মাটির স্থিতিশীলতা রক্ষা, ইকোট্যুরিজম ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ বিনিয়োগের আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
১৮ মার্চ, মঙ্গলবার দুপুরে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের অবদান প্রশংসা করে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পার্বত্য অঞ্চলে গুণগত শিক্ষা, দুর্গম এলাকায় সুপেয় পানি সরবরাহ, পরিবেশবান্ধব ইট উৎপাদন ও সৌর শক্তি ব্যবহারে সহযোগিতার আহ্বান জানান। ইইউ রাষ্ট্রদূত নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন এবং পাহাড়ি ফল ও সবজির বাজার সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেন।
এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম এনডিসি, যুগ্ম সচিব কংকন চাকমা, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি মি. এডউইন কুক্ কুক্ এবং উপসচিব খন্দকার মুশফিকুর রহমান।’’
আপনার মতামত লিখুন :