পার্বত্যাঞ্চলের দুর্গম এলাকার সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির ভাগ্যন্নোয়নে কাজ করছে ৪০ বিজিবি

মাটিরাঙ্গা প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ৪০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পলাশপুর জোনের উদ্যোগে গোমতি ইউনিয়নে দুর্গম এলাকায় বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করা হয়েছে। ১৫ অক্টোবর সোমবার সকাল ১০ টায় পলাশপুর জোনের আওতাধীন গোমতি মাকুমতৈছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ৫ শতাধিক দরিদ্র জনগনকে চিকিৎসা সেবা ও শিশুদের টিকা দানসহ বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। এ ছাড়া ঐ সকল দুর্গম জনপদে মানুষের গৃহ-পালিত প্রাণী সম্পদের সু-রক্ষায় ২ শতাধিক গবাদি-পশুকে চিকিৎসা সেবা প্রদান ও আগত গবাদি পশু পালনকারীদের বিভিন্ন পরামর্শ দেয়া হয়। একই সময় ৪০ বিজিবি’র উদ্যোগে স্থাানীয় কৃষকদের আবাদযোগ্য অনাবাদি ভুমির ব্যবহার ও ফল-ফলাদির মান উন্নয়নসহ বিভিন্ন কৃষিজপন্য উৎপাদনে নানা পরামর্শ প্রদান করা হয় । মেডিকেল অফিসার ক্যাপ্টেন আ স ম নাহিদুল ইসলাম শিমুল’র নেতৃত্বে ৪০ বিজিবির মেডিকেল সহকারী হাবিলদার মাসুদ আহমেদ ও মেডিকেল সহকারী নায়েক শফিউর রহমান এর একটি যৌথ টিম চিকিৎসা প্রদান করেন। মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে কর্মরত সি এইচ সি পি হিমেন্দ্র বিকাশ ত্রিপুরা, এইচ,এ সুকোমল চাকমা শিশুদের সেবা দান করেন। কৃষি সম্প্রসারণ বিভাগের গোমতি বান্দরছড়া ব্লকের উপ-সহকারী মো: আমির হোসেন কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করেন।
চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনার বিষয়ে পলাশপুর বিজিবি জোনের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ সাইফুল্লাহ মিরাজুল আলম (সিগনাল) বলেন, মাকুমতৈছাসহ আশেপাশের বেশ কয়েকটি গ্রাম অত্যান্ত দুর্গম হওয়ায় এখানকার মানুষ চিকিৎসা সেবা, কৃষি খাতের উন্নয়ন, রোগমুক্ত গবাদিপশু পালন ও শিশুর টিকাদান কর্মসুচীর পর্যাপ্ত সুবিধা পায় না। ৪০ বিজিবি সেই সব নানারকম সেবা বঞ্চিত মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজে মানবতার হাত প্রসারিত করছে। এমন জনকল্যাণমুলক কর্মসূচী আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
সকাল থেকে চিকিৎসা সেবা ক্যাম্পে গোমতি মাকুমতৈছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পমিনী ত্রিপুরা, মাকুমতৈছা মৌজার হেডম্যান রনি বিকাশ ত্রিপুরা, গোকুলমণি পাড়ার কার্বারী লাল মোহন ত্রিপুরা,জোন সদর ও গোকুলমনি ক্যাম্পের বিভিন্ন পদস্থা বিজিবি,সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিাত ছিলেন।