পার্বত্যঞ্চলের উন্নয়নে আওয়ামীলীগ সরকারের বিকল্প নাই —————–আলহাজ্ব মোহাম্মদ কাশেম

সোহেল রানা দীঘিনালা প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে আওয়ামী লীগের এক কর্মী সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম বলেন, বর্তমান সরকার সারা দেশের ন্যায় পার্বত্য এলাকায় ব্যাপক উন্নয়ন করেছে।
২৪ সেপ্টেম্বর সোমবার রাতে উপজেলার বেতছড়ি বাজারে অনুষ্ঠিত আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশে বেতছড়ি ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ১নং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রহমান কবির রতন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিউটন মহাজন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাহমুদা আক্তার লাকী, উপজেলা আওয়ামী লীগ নেতা এন ইসলাম বাচা, ২নং বোয়ালখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নন্দু কুমার দে, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আরিফ, এবং দীঘিনালা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম আরো বলেন, এখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষে একটি আবহাওয়া অফিস তৈরি করেছেন। যার মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আগাম সংকেত পাওয়া যাচ্ছে। এছাড়া একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হয়েছে। এ ফায়ার সার্ভিস স্টেশন থেকেই দীঘিনালাসহ লংগদু এবং বাঘাইছড়ি উপজেলায় সেবা দেয়া হচ্ছে। এখানকার আরেকটি বড় সমস্যা বিদ্যুৎ। তা ইতিমধ্যে সমাধান হয়ে গেছে। সবাই এখন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে। দীঘিনালা উপজেলায় অনেক রাস্তা, ব্রিজ-কালভার্ট তৈরি করা হয়েছে। এমপি মহোদয় সনাতন ধর্মাবলম্বী হয়েও মেরং ইউনিয়নের দুটি দাখিল মাদ্রাসার চারতলা ভবন নির্মাণের কাজ ধরেছেন। যা ইতিমধ্যে মাটি পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই টেন্ডার হবে। বর্তমান সাংসদ এবং শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রত্যেকটি এলাকায় সমান্তরালভাবে উন্নয়ন করেছেন। সারাদেশে নৌকার জোয়ার সৃষ্টি হয়েছে। দেশের উন্নয়নের জন্যে, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যে আবারো নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্যে আহ্বান জানাই।