পারিবারিক অর্থনীতির চাকা সচল রাখতে পুরুষের পাশাপাশি নারীরাও ভূমিকা রাখছে


admin প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৫, ৭:২৮ অপরাহ্ন /
পারিবারিক অর্থনীতির চাকা সচল রাখতে পুরুষের পাশাপাশি নারীরাও ভূমিকা রাখছে

মানিকছড়ি, প্রতিনিধি

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ উপজেলা শাখার উদ্যোগে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) বিকালে মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজ মাঠে উপজেলা মহিলা ঐক্য পরিষদের সভানেত্রী ক্রাপ্রু মারমার সভাপতিত্বে ও উপজেলা মারমা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আম্যে মারমার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী পরিষদ প্রধান ম্রাসাথোয়াই মারমা।

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উপজেলা সভাপতি আপ্রুসি মারমার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সুদাঅং মারমা, সহ-সভাপতি রাম্রু মারমা, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কংজপ্রু মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক ক্যজরী মারমা, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, দপ্তর সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সাথোয়াইপ্রু চৌধুরী ও জেলা মহিলা ঐক্য পরিষদের সভানেত্রী চাইঞাং মারমা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পাহাড়ে পুরুষের পাশাপাশি নারীরাও সংগ্রামী জীবনযাপন করেন। আর পুরুষদের পাশাপাশি পারিবারিক অর্থনীতির চাকা সচল রাখতে নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা গৃহস্থালি কাজের পাশাপাশি পারিবারিক ও বাণিজ্যিক ভাবে উৎপাদিত পণ্য বাজারজাতকরণ, ব্যবসা-বাণিজ্য, কৃষি, জুমচাষ, হস্ত ও ক্ষুদ্রশিল্প ও আউটসোর্সিংয়ের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে কাজ করছে। যার মাধ্যমে পারিবারিক অর্থনীতির চাকা সচল রেখেছেন। আর নারীদের এই নির্ভীক পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও মহিলা ঐক্য পরিষদ।

সমাবেশে সংগঠনের মানিকছড়ি, গুইমারা ও মহালছড়ি উপজেলা শাখার শতশত মারমা সম্প্রদায়ের নারীনেতৃবৃন্দ অংশ নেন।

পরে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে ক্রাপ্রু মারমাকে সভানেত্রী, চিংক্রা মারমাকে সাধারণ সম্পাদক ও মজিবাইকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটির আংশিক কমিটি ঘোষণা করা হয়।