সাধারণ
পানছড়ি প্রেসক্লাবের সংবাদকর্মীদের সাথে সেনা সাব জোনের মতবিনিময় পানছড়ি

খাগড়াছড়ি: ৩০ বীর খাগড়াছড়ি সদর জোনের অধিনস্থ পানছড়ি সাব জোন ও পানছড়ি প্রেসক্লাবের সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৫ ডিসেম্বর ২০২২ বুধবার দুপুরে সাব জোনে আয়োজিত মতবিনিময় অনূষ্ঠানে জোন অধিনায়ক মেজর শামিম রহমান ,ক্যাপ্টেন মো. মিজান উর রশীদ ভূইয়া, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব ,সাধারণ সম্পাদক মোহাম্মদ রাধশদুজ্জামান অলি, নুতন ধন চাকমা,শাহজাহান কবির সাজু , তহিদুর রহমান রুবেল, মিঠুন সাহা ও মো. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় অনূষ্ঠানেরঅতীতের বিভিন্ন কাজে সেনাবাহিনীকে সংবাদ কর্মীগন সহযোগীতা করায় সাবজোনের পক্ষ থেকে সংবাদকর্মীদের শুভেচ্ছা জানানো হয়। ভবিষ্যতেও পানছড়ি সাব জোনকে বিভিন্ন কাজে সহযোগীতা করার কামনা করেন।