পানছড়ি উপজেলা যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৪, ১০:১১ অপরাহ্ন /
পানছড়ি উপজেলা যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

 

শাহজাহান কবির সাজু : খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। তৃণমুল পর্যায়ে সংগঠনকে গতিশীল করার লক্ষে যুবদলের উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ৯”সেপ্টেম্বর সোমবার বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক মো: আফসার। দলের ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মো: মমিনুল ইসলাম সোহেলের সঞ্চালিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ন আহবায়ক মো: মহরম আলী।

যুবদলের আহবায়ক মো: আফসার বলেন, সংগঠনকে গতিশীল করার লক্ষে সকলের সহযোগিতা নিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন আনু, লোগাং ইউনিয়নের আহবায়ক কাজী মনির, পানছড়ি ইউনিয়নের আহবায়ক মো: মোতালেব ও উল্টাছড়ি ইউনিয়নের আহবায়ক আমিনুল হক প্রমুখ। সভায় উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা অংশ নেয়।