পানছড়ি উপজেলা বিএনপির মত বিনিময় সভা


admin প্রকাশের সময় : আগস্ট ১৫, ২০২৪, ৫:৫০ অপরাহ্ন /
পানছড়ি উপজেলা বিএনপির মত বিনিময় সভা

 

প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা বিএনপি’র মত বিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪’আগস্ট মঙ্গলবার বিকাল ৩’টা থেকে পানছড়ি বাজারের প্রধান সড়ক হাকিম মার্কেটের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। এর আয়োজক ছিল পানছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। এ উপলক্ষে বেলা দুইটা থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা মিছিলে মিছিলে পানছড়ির প্রধান সড়ক হয়ে উঠে লোকে লোকারন্য। বিকেল চারটায় মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো: বেলাল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা ও প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ: রব রাজা। এ সময় বক্তারা বলেন ১৯৭১ সালের পর শহীদ আবু সাইদ ও মুগ্ধসহ অনেকের রক্তের বিনিময়ে আমরা আরো একটি স্বাধীনতা পেয়েছি। পরাজিত শত্রুরা অঘটন ঘটাতে এখনো তৎপর রয়েছে। রাষ্ট্রীয় সেই সন্ত্রাসী বাহিনীদের প্রতিহত করতে দেশের সাধারণ জনগণ প্রস্তুত রয়েছে। সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়ে শেখ হাসিনা ও তার দোষরদের ফাঁসির দাবীতে সবাই ক্ষোভে ফেঁসে উঠে। উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক তোফাজ্জল হোসেনের সঞ্চালিত সভায় স্বাগত বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তালেব, দপ্তর সম্পাদক মারিয়াম আক্তার মনি, আইন বিষয়ক সম্পাদক বেদারুল ইসলাম, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, পানছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: সিরাজুল ইসলাম, সহ-সভাপতি নুরুল কায়েস শিমুল, সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী, জেলা ছাত্রদল সভাপতি শাহেদুল ইসলাম সুমন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো: সেলিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম ও উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক হাফেজ মো: নুরুজ্জামান প্রমূখ।