সাধারণ

পানছড়ির ৫ ইউনিয়ন ও খাগড়াছড়ি সদর উপজেলার ১ইউনিয়ন নির্বাচনের ফলাফল

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৭ম ধাপের ৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এ নির্বাচনে পানছড়ি সদর ইউনিয়নের জাল ও অনিয়মের অভিযোগে পাইলট ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে। সোমবার (৭ফেব্রুয়ারি)সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৫ ইউনিয়নের ৬৪টি কেন্দ্র থেকে ৬২কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।এ উপজেলার ৫ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করেন চেয়ারম্যান পদে ২৪ জন, সাধারন সদস্য পদে ১৪৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। ভোটাধিকার প্রয়োগ করেন প্রায় ৫২ হাজার ভোটার।সদর ইউনিয়নের দুটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা বাদে অন্যান্য কেন্দ্রগুলোতে নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পানছড়ি উপজেলার ৪ইউনিয়নের বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান এবং স্থগিত কেন্দ্র বাদে সদর ইউনিয়নের ফলাফল.. ১নং লোগাং ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৪জন।চেয়ারম্যান পদে জয় কুমার চাকমা অটোরিক্সা প্রতীকে ৩৯০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তাঁর নিকটতম প্রতিদন্ধী প্রার্থী সমর বিকাশ চাকমা আনারস প্রতীকে পেয়েছেন ২৮০৪ ভোট,মিলন কান্তি সাহা নৌকা প্রতীকে পেয়েছেন ৭২২ ভোট এবং মোহাম্মদ ফোরহান হাতপাখা প্রতীকে পেয়েছেন ২১২ভোট। ২ নং চেঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৮জন।চেয়ারম্যান পদে আনন্দ জয় চাকমা মোটর সাইকেল প্রতীকে ১৪৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদন্ধী প্রার্থী নবহার বিন্দু চাকমা আনারস প্রতীকে পেয়েছেন ১২৮০ ভোট,নন্দ দুলাল চাকমা ঢোল প্রতীকে পেয়েছেন ৮২৬ ভোট,নবকুৃমার চাকমা ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬০৩ভোট,জীবন কৃষ্ণ চাকমা চশমা প্রতীকে পেয়েছেন ৫২৫ ভোট,রুপ বিন্দু চাকমা অটোরিক্সা প্রতীকে পেয়েছেন ১৮৫ ভোট এবং মুনিন্দ্র লাল ত্রিপুরা নৌকা প্রতীকে পেয়েছেন ৯৬ ভোট। ৩ নং পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী ছিলেন ৭জন।এই ইউনিয়নের ২টি কেন্দ্র বাদে ভোটের ফলাফল..চেয়ারম্যান পদে উচিত মনি চাকমা আনারস প্রতীকে পেয়েছেন ৫৬৪৩ ভোট,মোঃ নাজির হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ৪৪১৯ ভোট,মোঃ খোরশেদ আলম নয়ন মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২১৫ ভোট,সুনাংকু চাকমা ঘোড়া প্রতীকে পেয়েছেন ৮০ ভোট, মোঃ আবু বক্কর হাত পাখা প্রতীকে পেয়েছেন ৫৮ ভোট,দেব মিত্র ত্রিপুরা চশমা প্রতীকে পেয়েছেন ৪১ ভোট এবং অসেতু বিকাশ চাকমা টেলিফোন প্রতীকে পেয়েছেন ৪০ ভোট।পাইলট ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় দুটি কেন্দ্র স্থগিত। ৪ নং লতিবান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৩জন।চেয়ারম্যান পদে ভূমিধর রোয়াজা চশমা প্রতীকে ২৭১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদন্ধী প্রার্থী সত্য প্রিয় চাকমা আনারস প্রতীকে পেয়েছেন ২৬৭৩ভোট এবং কিরণ ত্রিপুরা নৌকা প্রতীকে পেয়েছেন ১১৪২ ভোট । ৫ নং উল্টাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ছিলেন ২জন।চেয়ারম্যান পদে আহির উদ্দিন নৌকা প্রতীকে ৪৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদন্ধী প্রার্থী বিজয় চাকমা আনারস প্রতীকে পেয়েছেন ৩৭৫৯ ভোট। খাগড়াছড়ি উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদে উল্লাস ত্রিপুরা নৌকা প্রতীকে পেয়েছেন ২০৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তাঁর নিকটতম প্রার্থী ক্যউচিং মারমা আনারস প্রতীকে পেয়েছেন ১৭৬৯ ভোট,মোহাম্মদ এরশাদ হোসেন চৌধুরী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৩০৬ ভোট এবং বিষ্ময় রঞ্জন ত্রিপুরা প্রার্থী চশমা প্রতীকে পেয়েছেন ৮৪৩ ভোট।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button