সাধারণ

পানছড়ির পূজগাং এলাকায় উপজাতীয় সন্ত্রাসীদের গুলিতে নিহত-২

 

প্রতিনিধিঃ-খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাধীন পূজগাং এলাকায় সন্ত্রাসীদের গুলিতে দু’জন নিহত হয়েছে। ২৪ ডিসেম্বর সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার পূজগাং বাজারে ঘটনা ঘটে।
রাস্তা নির্মান কাজের শ্রমিক চট্টগ্রাম দোহাজারী থানার টিপাতলী দেওয়ান হাট এলাকার আবদুল মান্নানের ছেলে সোহেল রানা (৩০) ও ১নং লোগাং ইউপির লেন্ডিয়া পাড়া গ্রামের রত্ন কান্তি চাকমার ছেলে উজ্জ্বল কান্তি চাকমা (৩২) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। পানছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পানছড়ি থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম জানিয়েছেন, পূঁজগাং বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে এখনো কেউ কোন অভিযোগ নিয়ে থানায় আসেনি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button