
শাহজাহান কবির সাজু : পানছড়ি সানরাইজ কিন্ডার গার্টেনে পড়ুয়া ক্ষুদে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী প্রদান করেছেন পানছড়ি থানার ওসি আনচারুল করিম। ১০’নভেম্বর সকাল ১১’টায় সরেজমিনে গিয়ে শিক্ষার্থীদের হাতে ফুটবল ও স্কিপিং তুলে দেন। প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, শিক্ষক জালাল হোসেন, পারবিন চাকমা, কংচাই মারমা, সহিদুল ইসলাম শিমু এ সময় উপস্থিত ছিলেন। ওসি আনচারুল বলেন, লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলাও দরকার। তাই শিক্ষার্থীদের বিনোদনের জন্য কিছু ক্রীড়া সামগ্রী প্রদান করেছি। ক্ষুদে শিক্ষার্থী অনুচিং মার্মা, সাইদ হোসেন, টনক চাকমা, অভিধান রোয়াজা জানায়, ওসি আংকেল ক্রীড়া সামগ্রীর পাশাপাশি আমাদের মাঝে চকলেটও বিতরণ করেছে। ক্রীড়া সামগ্রী পেয়ে সবাই দারুণ খুশী বলেও জানালেন।