পানছড়ির কচুছড়িতে ৩ বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৪, ৮:১৮ অপরাহ্ন /
পানছড়ির কচুছড়িতে ৩ বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা

 

শাহজাহান কবির সাজু : খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দূর্গম কচুছড়িমুখ এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে ৩ বিজিবি লোগাং জোন। ১৪ সেপ্টেম্বর’ শনিবার কচুছড়িমুখ এলাকার অসহায় ও হতদরিদ্র দুই শতাধিক পরিবার চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহন করেন। লোগাং জোন (৩ বিজিবি)’র মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো: নাঈমুল মুশফিক নাইম চিকিৎসা সেবা প্রদান করেন।

৩ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মো: মফিজুর রহমান ভূূঁইয়া উপস্থিত থেকে সকলের সাথে মত বিনিময় করে তাদের খোঁজ-খবর নেন। এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে লোগাং জোন (৩’ বিজিবি)’র এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।