পানছড়িতে ৫ ইউপি নির্বাচনে প্রার্থীদের প্রতিক বরাদ্ধ সম্পন্ন

মোহাম্মদ রাশেদুজ্জামান অলি,পানছড়ি প্রতিনিধি :
ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ এর সর্বশেষ ধাপের নির্বাচনে প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই ও প্রত্যাহার শেষে প্রতিক বরাদ্দ করা হয়েছে।
২৩ জানুয়ারী রবিবার দুপুর ১২ টা থেকে বিকাল পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে আনষ্ঠানিকভাবে ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও স্বতন্ত্রসহ ২৪ জন, মহিলা মেম্বার পদে ৫৩ জন, পুরুষ মেম্বার পদে ১৪৬ জন প্রার্থীদের নির্বাচনী প্রতিক ঘোষনা করেন উপজেলা নির্বাচন অফিসার রিকল চাকমা। এসময় অন্যান্যদের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা নির্বাহি কর্মকর্তা রুবাইয়া আফরোজ,উপজেলা কৃষি অফিসার নাজমুল ইসলাম মজুমদার,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
১ নং লোগাং ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মিলন কান্তি সাহা (নৌকা), ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. ফোরকান (হাত পাখা), স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান সমর বিকাশ চাকমা( আনারস) , জয় কুমার চাকমা (অটোরিকশা) প্রতিক পেয়েছেন। এছাড়াও মহিলা মেম্বার পদে ১১ জন ও পুরুষ মেম্বার পদে ২৫ জন প্রার্থী পছন্দমতো নির্বাচনী প্রতিক পেয়েছেন।
২নং চেঙ্গী ইউনিয়নে চেয়ারমান পদে আওয়ামী লীগ মনোনীত মনিন্দ্র লাল ত্রিপুরা (নৌকা) ,স্বতন্ত্র প্রার্থী কালা চাঁদ চাকমা (টেবিল ফ্যান) নন্দ দুলাল চাকমা (ঢোল), নিহার বিন্দু চাকমা ( আনারস), নব কুমার চাকমা (ঘোড়া) ,আনন্দ জয় চাকমা (মটর সাইকেল) , জীবন কৃষ্ণ চাকমা (চশমা), রুপ বিন্দু চাকমা (অটোরিকশা) প্রতিক পেয়েছেন।
এছাড়াও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার পদে ১০ ও সাধারণ মেম্বার পদে ২৩ জন প্রার্থী পছন্দমতো নির্বাচনী প্রতিক পেয়েছেন।
৩ নং পানছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নাজির হোসেন (নৌকা) , স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম নয়ন( মটর সাইকেল) , অসেতু বিকাশ চাকমা (টেলিফোন) , উচিত মনি চাকমা (আনারস) , শুনাংক চাকমা (ঘোড়া) , ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনীত আবু বক্কর (হাত পাখা), দেবমিত্র ত্রিপুরা (চশমা) প্রতিক পেয়েছেন। এছাড়াও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার পদে ১০ জন ও সাধারণ মেম্বার পদে ৩০ জন প্রার্থী পছন্দমতো নির্বাচনী প্রতিক পেয়েছেন।
৪ নং লতিবান ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত কিরন ত্রিপুরা (নৌকা) , স্বতন্ত্র প্রার্থী সত্য প্রিয় চাকমা (আনারস) ,ভুমিধর রোয়াজা (চশমা) প্রতিক পেয়েছেন। এছাড়াও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার পদে ১১ ও সাধারণ মেম্বার পদে ৩৪ জন প্রার্থী পছন্দমতো নির্বাচনী প্রতিক পেয়েছেন।
৫নং উল্টাছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত আহির উদ্দিন (নৌকা) , স্বতন্ত্রপ্রার্থী- বিজয় চাকমা (আনারস) প্রতিক পেয়েছেন। এছাড়াও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার পদে ৯ ও সাধারণ মেম্বার পদে ৩৪ জন প্রার্থী পছন্দ মতো নির্বাচনী প্রতিক পেয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১নং লোগাং ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৭ শত ৩৬ জন , ২নং চেঙ্গী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ৭ শত ৭৯ জন , ৩ নং পানছড়ি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৩ শত ৯৭ জন, ৪ নং লতিবান ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৪ শত ২৭ জন , ৫ নং উল্টাছড়ি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৬ শত ৬১ জন , উপজেলায় ৫ ইউনিয়নে মোট ৫২ হাজার জন লোক ভোট প্রয়োগ করবেন।
তফসিল অনুযায়ী, সর্বশেষ ধাপের নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে এবং ০৭ ফেব্রুয়ারী ২০২২ মোট ৪৭ টি ভোট কেন্দ্রে ১৬৭ টি কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।