সাধারণ

পানছড়িতে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

পানছড়ি,খাগড়াছড়ি :

জেলার পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে দু’দিন ব্যাপি ৪৩ তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার দুপুরে পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ পুরস্কার বিতরণী র মাঝে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা সমাপনী ঘোষনা করেন। জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান অলিম্পিয়াড , বিজ্ঞান মেলায় উপস্থাপিত প্রদর্শনী স্টল পরিদর্শন করে সেরাদের নির্বাচন করেন। এতে সিনিয়র দলে বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান মেলায় উপস্থাপিত প্রদর্শনী স্টল প্রতিযোগীতায় পানছড়ি সরকারি কলেজ ১ম ও পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ২য় স্খান অধিকার করে।, জুনিয়র দলে ১ম- পানছড়ি মডেল সরকারী উচ্চ বিদ্যালয়, ২য় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, ৩য় উল্টাছড়ি উচ্চ বিদ্যালয় অধিকার করে। এছাড়াও লোগাং উচ্চ বিদ্যালয়,লোগাং বাজার উচ্চ বিদ্যালয়,পুজগাং মুখ উচ্চ বিদ্যালয়, ,পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, ও পানছড়ি টেকনিক্যাল স্কুল সমুহ কে সম্মাননা ক্রেচ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম ভুইয়া , স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা সমাপন চাকমা , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ঊষা মগ, আইসিটি প্রোগ্রামার বাবলী খীসা , উপজেলা মৎস কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা,সংবাদকর্মীসহ বিভিন্ন উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীগন উপস্থিত ছিলেন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button