সাধারণ
পানছড়িতে বিজিবি-র কাঠ আটক

পানছড়ি,খাগড়াছড়ি :
জেলার পানছড়ি উপজেলার লোগাং বিজিবি জোন কর্তৃক সেগুন কাঠ আটকের খবর পাওয়া গিয়াছে। বিজিবি র বরাতে জানা যায় ,লোগাং বিজিবি জোনের সিআইও ক্যাম্প বিওপি-র নায়েব সুবেদার আলাউদ্দিন এর নেতৃত্বে সিমান্ত টহল দল জিতেন্দ্র কারবারি পাড়া এলাকায় পাচারের উদ্যেশ্যে রাখা পাকা পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন সাইজের ৪৭৩.১২ ঘনফুট সেগুন কাঠ আটক করেন। ২৫ ডিসেম্বর শনিবার জোন হেডকোয়ার্টারে জব্দকৃত কাঠগুলো আনা হয়েছে। বিজিবি কর্তৃক বন বিভাগের কাছেে আটককৃত কাঠ সমুহ হস্তান্তর করা হবে।