সাধারণ

পানছড়িতে বিজিবি দিবস অনুষ্ঠিত

পানছড়ি,খাগড়াছড়ি :

জেলার পানছড়িতে নানাহ কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২১ উদযাপিত হয়েছে। ২০ ডিসেম্বর ২০২১ সোমবার দুপুরে পানছড়ি লোগাং জোন ৩ বিজিবি হেড কোয়ার্টারে স্বাস্থ‌্যবিধি মেনে উপজেলা প্রসাশন ও স্থানীয় নেতৃবৃন্ধদের নিয়ে দিবসটি উপলক্ষে কেক কাটা, আলোচনা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৩ বিজিবি-র অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত আলম, পিএসসি-র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা , মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা,উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ, সেনা সাব জোন কমান্ডার ক্যাপ্টেন সিহাব,, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম সহ স্থানীয় নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন। আলোচনায় বিজিবি-র অসাধারণ কৃতিত্ব অর্জনকারী অপারেশনাল কার্যক্রম, চোরাচালানরোধ এবং মাদকদ্রব্য আটকের ক্ষেত্রে ভুমিকা ও পরবর্তীতে দেশকে এগিয়ে নিয়ে সীমান্তের অপরাধ কমাতে সকলের সহযোগীতা কামনা করা হয়। এ ছাড়াও ভোর থেকে দিবসের কর্মসূচি অনুযায়ী ৩ বিজিবি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও বিজিবি’র পতাকা উত্তোলন,গার্ড অব অর্নার , মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ ও বিশেষ দরবারে বিজিবি-র অসাধারণ কৃতিত্ব অর্জনকারী দু জনকে ব্যাজ প্রদান করা হয়।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

Back to top button