পানছড়িতে বিএনপি-র সাংগঠনিক সভা অনুষ্ঠিত

পানছড়ি,খাগড়াছড়ি :
জেলার পানছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) র উপজেলা কার্যালয়ে কেন্দ্রিয় নির্দশনা য় ৩০ ডিসেম্বর ২০২১ তারিখে জেলা সমাবেশ সফল করতে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। ১৭ ডিসেম্বর ২০২১ শুক্রবার বাদ জুম্মা তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের আলোচনা সভায় দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি-র সাধারণ সম্পাদক এস এন আবছার, অন্যান্যদের মধ্যে জেলা বিএনপি-র আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট বেদারুল ইসলাম, সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবুল , পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ। পানছড়ি উপজেলা বিএনপি-র সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম জানান, বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু চিকিৎসার জন্য বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠানোর দাবিতে জেলা পর্যায়ে সমাবেশ সফল করতে ও দলকে গতিশীল করার লক্ষে সাংগঠনিক সভার আয়োজন।